সত্যিই কি ডিপজলের সঙ্গে প্রেম ছিল? মুখ খুললেন রেসি
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯, ১৭:৪০
অনস্ক্রিনে বহুবার ডিপজল-রেসির রোমান্স দেখেছেন দর্শক। অফস্ক্রিনেও এই অভিনয়শিল্পীদের প্রেম ছিল বলে একসময় গুঞ্জন ভাসত ঢালিউডের বাতাসে। কিন্তু সত্যিই কি দুজনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? শুটিংয়ের প্রয়োজনে নায়িকা রেসি ডিপজলের শুটিংবাড়িতে কাটিয়েছেন বছরের পর বছর। ‘এক জবান’, ‘বাজারের কুলি’র মতো বেশ কিছু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন এ জুটি। মোট ১৩টি সিনেমায় জুটি বেঁধেছেন তাঁরা। সে সময় রেসি ছাড়া ডিপজলকে বড়পর্দায় দেখাই যায়নি। পর্দার বাইরেও তাই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। শোনা যেত, তাঁরা নাকি চুটিয়ে প্রেম করছেন। সে বিষয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। সম্প্রতি এনটিভি অনলাইনের সঙ্গে কথা হয় নায়িক