কোনো মঞ্চকেই ছাড় দেওয়া হবে না: নানক

পূর্ব পশ্চিম প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯, ২১:১৯

ডাকসু ভবনে ঢুকে ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে অনেক বেশি বর্বর এবং পৈশাচিক আখ্যা দিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টি করলে সে যেই মঞ্চই হোক, কোনো মঞ্চকেই রেহাই দেওয়া হবে না কাউকে। রোববার (২২ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের হামলায় আহত ডাকসুর ভিপি নুরুল হক নুরকে দেখতে যান তিনি। এরপর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন নানক। এসময় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ওসাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। নানকের বক্তব্যের সময় ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান বলে স্লোগান দিতে দেখা যায় নুরের ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের। হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (যেখানে নুরসহ আহতরা ভর্তি আছেন) ঢুকতে তাদের বাধা দেন শিক্ষার্থীরা। বেশ কিছুক্ষণ চেষ্টার পর নানক ও নাছিম সেখানে প্রবেশ করেন। এসময় তিনি নুরের বাবাকে সান্ত্বনা দেন। নুরের সঙ্গে আহত সবার প্রতি সহমর্মিতা জানান। আহতদের দেখে হাসপাতাল থেকে বেরিয়ে নানক বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি শুনে খুবই মর্মাহত হয়েছেন। তিনি পুরো দিন চট্টগ্রামে ছিলেন। আমাদেরকে এখানে পাঠিয়েছেন। ঘটনাটি এত পৈশাচিক, এত বর্বর হয়েছে তা বুঝতে পারিনি। এ কয়দিন আমরা আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে ব্যস্ত ছিলাম। আজকে যেটি হয়েছে বা এর আগের কোনো ঘটনায় ঢাবিসহ কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি সরকার সহ্য করবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us