দলের পদ পদবিতে অনাগ্রহী জনগণ চায় স্বস্তির জীবন

চ্যানেল আই হাসিনা আকতার নিগার প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯, ১৬:৫২

'আদার ব্যাপারী জাহাজের খবরে কাম কি'- বাংলাদেশের জনগণের কাছে রাজনৈতিক দলের কমিটি বা নেতাদের পদ পদবির টানাপোড়নের খবরাখবর এ প্রবাদের মতো।দেশের জনগণ যে যার মত বাঁচার লড়াইতে ব্যস্ত। তাই বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়লে ও প্রতিবাদ করে না। বরং অভ্যস্ত হতে চেষ্টা করে তা খাওয়া থেকে বিরত থাকতে। আবার দুর্নীতি, ব্যাংক, শেয়ার বাজার লুট পাট সবই যেন গা সওয়া হয়ে গেছে। উন্নয়নের ধারায় এক শ্রেণি বিত্তশালী হচ্ছে। আরেক শ্রেণি এসব দেখেও নির্বাক । কারণ দৈনন্দিন জীবন চালাতে হিমসিম খাচ্ছে মানুষ। খাতা কলমের প্রবৃদ্ধির হার বাস্তবের সাথে অসামঞ্জস্যপূর্ণ ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us