মন্ত্রিসভায় এবার বড় রদবদল

পূর্ব পশ্চিম প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯, ০২:১৫

আওয়ামী লীগের সম্মেলনের পর ইংরেজি নববর্ষের শুরুতেই মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আসছে।এমন গুঞ্জন শুরু হয়েছে সরকারি দলের অন্দরমহলে। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে দলীয় সভানেত্রী যে কমিটি ঘোষণা করেছেন, তাতে এ গুঞ্জন আরও বেড়েছে। দলের কমিটি ঘোষণার মাধ্যমে সরকার ও দলকে আলাদা করার অঘোষিত নীতি পরিষ্কার হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান বা দলীয় প্রধান হিসেবে তার বিকল্প কেবল তিনিই। তাই তিনি চাইলেও দলের একজন নেতা কর্মীও দলের সভানেত্রী পদে তাকে ছাড়তে চাননি, চাইবেনও না। এমনকি এটা কেউ ভাবেনও না। দলের সাধারণ সম্পাদক হিসেবেও দীর্ঘদিন ছাত্রলীগের সভাপতি থেকে রাজনীতির পথপরিক্রমায় নেত্রীর প্রতি অনুগত, সারাদেশের নেতাকর্মীদের চেনা ওবায়দুল কাদেরের বিকল্প কেউ ছিলেন না। অতীতের ধারায় তাকেই আরেক টার্ম রাখা হলো। এদিকে , মন্ত্রীদের মধ্যে ৭ জন দলীয় পদ হারিয়েছেন। তারা হলেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি,মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা, ধর্মপ্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ। এদের মধ্যে ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাদ পড়ার ঘটনায় অনেকে বিস্মিত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us