ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কাঙ্ক্ষিত সেই নিলাম ইতিমধ্যে শেষ হয়েছে। বৃহস্পতিবার কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে বিকাল চারটার শুরু হয় আইপিএল নিলাম। শেষ হয় রাত ৯টার কিছু সময় পর। এই সময়ে দেশ-বিদেশের সেরা তারকাদের যারা আইপিএল নিলামে নিবন্ধন করেন তাদের নাম ঘোষণা করা হয়। পছন্দের ক্রিকেটারকের দলে নিয়ে ভারসাম্যপূর্ণ টিম গঠন করে আইপিএলের ফ্রাঞ্চাইজিরা। কিন্তু নিলামে সর্বোচ্চ সাড়ে ১৫ কোটি রূপিতে বিক্রি হন অস্ট্রেলিয়ার তারকা পেসার পেট কামিন্স। তবে আইপিএলের মতো জনপ্রিয় আসরের নিলামের চূড়ান্ত তালিকায় থাকা সত্ত্বেও ৬ বাংলাদেশির মধ্যে কারোরই সুযোগ হয়নি। আইপিএল নিলামে সুযোগ পাননি মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিমসহ দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা পেসার ডেল স্টেইন, মার্টিন গাপটিল। ক্যারিবীয় ব্যাটিং দানব এভিন লুইস, শাই হোপসহ উইন্ডিজের সদ্য বিদায়ী অধিনায়ক জেসন হোল্ডারও আইপিএল নিলামে সুযোগ পাননি।