বাংলাদেশে ক্ষোভ-প্রতিবাদের মুখে বিতর্কিত রাজাকারের তালিকা স্থগিত করা হলেও এনিয়ে আস্থার সংকট তৈরি হয়েছে।
এখন নতুন করে স্বাধীনতা-বিরোধীদের তালিকা তৈরির ক্ষেত্রে এই আস্থার অভাব দূর করা কতটা সম্ভব হবে-তা নিয়ে মুক্তিযোদ্ধাদের অনেকে সন্দেহ প্রকাশ করেছেন।
রাজাকার, আল বদরসহ স্বাধীনতা-বিরোধীদের নামের তালিকায় বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার নাম থাকায় এনিয়ে বিতর্কের প্রেক্ষাপটে শেষপর্যন্ত তা প্রকাশের তিনদিন পর গত ১৮ই ডিসেম্বর প্রধানমন্ত্রীর নির্দেশে সেই তালিকা স্থগিত করা হয়েছে।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনকারী সংগঠনগুলো এই তালিকা তৈরির সাথে জড়িতদের চিহ্নিত করার জন্য বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৪৮ বছর পর অনেক ঢাকঢোল পিটিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রাজাকার-আলবদরসহ স্বাধীনতা বিরোধীদের তালিকা প্রকাশ করেছিল গত ১৫ই ডিসেম্বর।
কিন্তু ক্ষোভ-বিক্ষোভের মুখে সেই তালিকা স্থগিত করা হলেও ঐ মন্ত্রণালয়ের মন্ত্রী এর দায় এড়িয়ে গেছেন।
ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা পরিবারগুলোর অনেক সদস্য বলেছেন, মুক্তিযোদ্ধার নাম রাজাকার বা স্বাধীনতা বিরোধীদের তালিকায় দেয়ার কারণে তাদের অপমান করা হয়েছে এবং বিষয়টিতে আস্থার অভাব দেখা দিয়েছে।