এবারের ১৬ ডিসেম্বর ছিল ৪৯তম বিজয় দিবস। অর্থাৎ ’৭১-এর ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের দিন থেকে আমরা ৪৮ বছর পার হয়ে এসেছি। ১২ বছরে যদি এক যুগ হয় তাহলে স্বাধীনতার চার যুগ অতিক্রান্ত হয়েছে। চার যুগ পর এসে আমাদের কী অর্জন, কী বিসর্জন, কী সাফল্য, কী ব্যর্থতা, কী উন্নতি, কী অবনতি এসবের একটি হিসাব-কিতাব করা খুবই প্রাসঙ্গিক। যে জাতির মধ্যে এসব জিজ্ঞাসা নেই সে জাতি পদে পদে হোঁচট খায়। পথ চলতে গিয়ে দিশেহারা হয়ে যায়। পথ ভুলে যায়। যে পথিক পথ ভুলে যায় তার পক্ষে গন্তব্যে পৌঁছানো খুবই কঠিন। সে বৃত্তের মতো একই পথে ঘুরপাক খেতে থাকে।