এখনো মাঘ আসেনি, তাতেই জেঁকে বসেছে শীত। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিশেষ করে উত্তরাঞ্চলে ভোর থেকে ঘন কুয়াশায় সূর্যের দেখা না মেলায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি কষ্টে আছেন নিম্নআয়ের মানুষ। দেশের কোথাও কোথাও বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না। বইছে হিমেল হাওয়া। তাপমাত্রা কমতে থাকায় দুর্ভোগ বাড়ছে ছিন্নমূল ও অতিদরিদ্র মানুষ। খড়-কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। ছবিটি রাজধানীর আগারগাঁওয়ের কুমিল্লা বস্তি থেকে তুলেছেন কালের কণ্ঠের স্টাফ ফটোসাংবাদিক তারেক আজিজ নিশক।