মুক্তিযুদ্ধকালীন সময় মুক্তিযোদ্ধা ও দেশবাসির মনোবলকে উদ্দীপ্ত করতে ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ অবিস্মরণীয় ভূমিকা রেখেছিল। বিশেষ করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারিত গানগুলো মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা যুগিয়েছিল। নিঃসন্দেহে ওই সময়ে প্রচার হওয়া দেশাত্মবোধক গানগুলোই ছিল জনজাগরণের মূল হাতিয়ার-শক্তি। মহান বিজয় দিবসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেরা কিছু গানের তালিকা বাংলানিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো।