নাগরিকত্ব বিলের প্রতিবাদে তারকারা, ছাড়ছেন নরেন্দ্র মোদির দল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ১৮:১৪

ভারতের প্রধানমন্ত্রী এখন নরেন্দ্র মোদি। তার দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দেশটির বিভিন্ন রাজ্যের তারকারা এই দলের সঙ্গে জড়িয়ে আছেন। স্মৃতি ইরানির মতো বিখ্যাত অভিনেত্রী রয়েছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও। তবে সম্প্রতি নাগরিকত্ব বিল সংসদে পাশ করানোর প্রতিবাদে সমাজের নানা স্তরের মানুষের বিক্ষোভ ও প্রতিবাদের মুখে পড়েছে সরকারে ক্ষমতাসীন মোদির দল বিজেপি। শুধু তাই নয়, বিভিন্ন রাজ্য থেকে আসছে আন্দোলন ও সহিংসতার খবরও। এরইমধ্যে ভারতের আসাম রাজ্য উত্তাল হয়েছে। সেখানে রাজপথে জ্বলেছে আগুন। স্থবির করে দেয়া হয়েছে রেলপথ। পাশাপাশি প্রতিবাদে মুখর হয়েছে রাজ্যটির শিক্ষক-শিক্ষার্থিসহ নানা শ্রেণি পেশার মানুষ। সেই তালিকায় রয়েছেন আসামের অনেক তারকাও। নাগরিকত্ব সংশোধনী বিল ‘সর্বকালের মূর্খতা’ এমনই মন্তব্য করেছেন আসামের ভূমিপুত্র বলিউড তারকা আদিল হুসেন। শধু আদিল নয়, সে রাজ্যেরই আরেক অভিনেতা যতীন বোরা ওই আইনের প্রতিবাদে বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us