আন্তর্জাতিক গেমস এলেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শুরু হয় আশা-নিরাশার দোলাচল। সম্ভাব্য ফল নিয়ে কাটাছেঁড়ায় নামেন বিশ্লেষকেরা। সাউথ এশিয়ান গেমস বা এসএ গেমস ঘিরে সেটি একটু বেশিই দেখা যায়। কারণ, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আসল সামর্থ্যটা বোঝার জন্য এই গেমস উপযুক্ত মঞ্চ। ১৯৮৪ সালে নেপালে এসএ গেমস শুরুর পর এক আসরে বাংলাদেশের অর্জন ছিল সর্বোচ্চ ১৮টি সোনা। ২০১০ সালে যা এসেছিল দেশের মাটিতে তৃতীয়বারের আয়োজনে।...