গত ৯ ডিসেম্বর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হয়ে গেল। সমাবর্তন একটি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা লেখাপড়া শেষ করে, পাস, অনার্স, মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের যোগ্যতা অর্জন করে, তাদের আনুষ্ঠানিকভাবে সনদপত্র দেয়া হয়। এ উপলক্ষে অনুষ্ঠানের যারা পৌরহিত্য করেন এবং যারা সনদ অর্জন করেন, তাদের বিশেষ গাউন পরতে হয়। ডিগ্রির স্তরভেদ অনুযায়ী গাউনেরও রকমফের হয়। শিক্ষার্থীদের জন্য কনভোকেশন দিবসটি খুবই আনন্দের ও গৌরবেরও বটে। শিক্ষার্থীরা কনভোকেশন গাউন পরে পিতা-মাতা বা অভিভাবকদের সঙ্গে ছবি তোলে। ছবি তোলা হয় বন্ধুবান্ধবদের সঙ্গেও। কনভোকেশনের দিনটি জীবনে বারবার আসে না। তবে একাধিকবার আসতে পারে। নির্ভর করে কে কতটা ডিগ্রি অর্জন করল তার ওপর।