দুদুসহ বিএনপি’র পাঁচ নেতার ৮ সপ্তাহের আগাম জামিন

মানবজমিন প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ০০:০০

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ পাঁচ নেতাকে ৮ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। গতকাল বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে পৃথক দুই আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। আগাম জামিন প্রাপ্ত অন্যরা হলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সেক্রেটারি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। আদালতে দুদুর পক্ষে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন। স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সেক্রেটারির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিউল আলম মাহমুদ। নিপুণ রায় ও আশফাকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতায় রায় চৌধুরী এবং ব্যারিস্টার রহুল কুদ্দুস কাজল। গত সেপ্টেম্বর মাসে বেসরকারি টেলিভিশন টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবননাশের হুমকি দেঢার অভিযোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে দুদু বলেন, যেভাবে শেখ মুজিবের বিদায় হয়েছে, সেভাবে শেখ হাসিনার বিদায় হবে। দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত এবং হত্যার হুমকি প্রদান করেছেন- এমন অভিযোগে বিভিন্ন জেলায় দুদুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us