ভারতে পাচারের তালিকায় এবার যোগ হয়েছে পুকুরে চাষ করা পাবদা মাছ। বগুড়া অঞ্চল থেকে প্রতি সপ্তাহে কমপক্ষে ১৫ ট্রাক পাবদা মাছ অবৈধ পথে ভারতের পশ্চিমবঙ্গে পাচার হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের বালুরঘাট, দয়ারামপুর, কলকাতা, মালদহ, হাওড়াসহ বিভিন্ন এলাকায় বগুড়ায় চাষ করা পাবদা মাছের ব্যাপক চাহিদা রয়েছে। ভারতে বিক্রি করে দাম ও বেশি পাওয়ায় দিন দিন পাচারের পরিমাণ বাড়ছে। ভারতে পাচার হওয়ার কারণে স্থানীয় বাজারে পাবদা মাছের সংকট দেখা দিয়েছে। অনুসন্ধানে জানা গেছে, বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা, আদমদীঘি উপজেলা সদর এবং পার্শ্ববর্তী আবাদ পুকুর থেকে পাবদা মাছ ট্রাকযোগে রাতের আঁধারে জয়পুরহাট জেলার আটাপাড়া সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে পাচার হয়ে থাকে।