ফখর উদ্দীন মৌলভীবাজারের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক

মানবজমিন প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০০:০০

মৌলভীবাজার জেলার (জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯, জেলা পর্যায়ে) শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফখর উদ্দীন। ধাপে ধাপে পরীক্ষার পর ৮ই ডিসেম্বর বিকেলে এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। তিনি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। এছাড়া তিনি বিষয় ভিত্তিক (ইংরেজি) প্রশিক্ষকেরও দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮) এর কুলাউড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফখর উদ্দীন ২০০৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় নিয়োজিত হন। ২০১৯ সালে মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যারাএদিকে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে উত্তীর্ণ হওয়ার পর (জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯) জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন- মো. জয়নাল আবেদীন, চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া ও পূর্ণা রায় ভৌমিক, আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর মৌলভীবাজার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফখর উদ্দীন, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণবাজার, কুলাউড়া ও খায়রুন নাহার, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমলগঞ্জ। শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে, কুমড়া কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমলগঞ্জ। শ্রেষ্ঠ এস এম সি ডা. হরিপদ রায়, সভাপতি দেওয়ান শামসুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল। শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মোহাম্মদ ময়নুল হক, চেয়ারম্যান নিজবাহাদুর পুর ইউনিয়ন, বড়লেখা। শ্রেষ্ঠ কাব শিক্ষক, মো. সাহাব উদ্দীন, সহকারী শিক্ষক, উত্তর আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর মৌলভীবাজার। শ্রেষ্ঠ কর্মচারী (প্রাথমিক শিক্ষা প্রশাসন) মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা শিক্ষা অফিস, কুলাউড়া। শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার, মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কুলাউড়া। শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোতাহার বিল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মৌলভীবাজার সদর। শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, শ্রীমঙ্গল। শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, সোয়েব আহমদ, বড়লেখা। ঝরে পড়ার হার উল্লেখযোগ্য ভাবে কমাতে সক্ষম হয়েছে এ ধরনে বিদ্যালয় নির্বাচিত হয়েছে, ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us