বাড়ি ফিরেছেন লতা মঙ্গেশকর

মানবজমিন প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০০:০০

২৮ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। দীর্ঘ অসুস্থতা কাটিয়ে রোববার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন লতা। এ দিন বিকালে টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন তিনি। এ দিন বিকালে নিজের টুইটার হ্যান্ডেলে লতা মঙ্গেশকর লেখেন, ‘গত ২৮ দিন ধরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলাম। নিউমোনিয়া ধরা পড়েছিল আমার। ডাক্তাররা চেয়েছিলেন, সম্পূর্ণ সুস্থ হয়েই বাড়ি ফিরি আমি। তাই হাসপাতালেই থাকতে হয়েছিল।’ শুভাকাঙ্ক্ষী এবং অনুরাগীদের ভালবাসাই তাকে সুস্থ করে তুলেছে বলেও এ দিন জানান লতা। তিনি লেখেন, ‘মা-বাবার আশীর্বাদে বাড়ি ফিরলাম। সব শুভান্যুধায়ীকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রার্থনা এবং শুভ কামনাও কাজ দিয়েছে।’ দ্রুত সুস্থ হয়ে উঠতে পেরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসকদেরও ধন্যবাদ জানান ৯০ বছর বয়স্ক এ গায়িকা। উপমহাদেশের সুর সম্রাজ্ঞী বলা হয় লতা মঙ্গেশকরকে। সেই ৪০-এর দশক থেকে গায়িকা হিসেবে গোটা বিশ্বের সংগীতপ্রেমীদের মুগ্ধ করে আসছেন তিনি। বাংলা ও হিন্দিসহ একাধিক ভাষায় অসংখ্য গান গেয়েছেন তিনি। সংগীত জগতের এই নক্ষত্রকে ১৯৮৯ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করে ভারত সরকার। ২০০১ সালে তাকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারত রত্ন’-এ সম্মানিত করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us