You have reached your daily news limit

Please log in to continue


চট্টগ্রাম-৮ উপনির্বাচনে মনোনয়ন ফরম কিনলেন বিএনপি’র দুই নেতা

আসন্ন চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন ফরম কিনেছেন দলটির দুই নেতা। সোমবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রথম মনোনয়ন ফরম কিনেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। এদিন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খানও ফরম কিনেন। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই আসনের উপ নির্বাচনের জন্য দুইজন মনোনয়ন ফরম কিনেছেন। দুপুরে তারা মনোনয়ন কিনেন। ফরম কেনার জন্য মঙ্গলবার পর্যন্ত সময় রয়েছে। জানতে চাইলে আবু সুফিয়ান মানবজমিনকে বলেন, আমি এই আসনে আগেও নির্বাচন করেছি। তাই আমি এবারো মনোনয়ন ফরম কিনেছি। আশা করছি দল আমাকে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের জন্য মনোনয়ন দেবে। উল্লেখ্য, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে এই আসন শূন্য হয়। আগামী ১৩ই জানুয়ারী উপ নির্বাচনের জন্য নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন