মিথিলা-ফাহমির ব্যক্তিগত ছবি সরাতে নির্দেশ

প্রথম আলো প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৩

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির ব্যক্তিগত ছবি ও ভিডিও ইন্টারনেট থেকে অবিলম্বে সরানোর জন্য পদক্ষেপ নিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। সম্মতি ছাড়া কারও ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া নিয়ন্ত্রণে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ২৮ নভেম্বর রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তাহসিনা তাসনিম। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল অমিত তালুকদার।  পরে আইনজীবী তাহসিনা তাসনিম বলেন, সংবিধানে ব্যক্তির ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতের কথা বলা আছে। দণ্ডবিধি অনুসারে পাবলিক ডোমেইনে অশালীন কাজও অপরাধ হিসেবে গণ্য হবে। তবে বছরের পর বছর ধরে সেলিব্রেটি বা সাধারণ মানুষের ব্যক্তিগত গোপনীয় ছবি দিয়ে সংবাদ প্রচার করা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us