চীনের উইগুর নিয়ে মুসলিম দেশগুলো চুপ কেন?

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:১১

চীনের ‘পুনঃশিক্ষাদান' কেন্দ্রগুলোতে ১০ লাখেরও বেশি উইগুর মুসলিমকে রাখা হয়েছে বলে ধারণা করা হয়৷ এই ক্যাম্পগুলোকে তুলনা করা হয় আধুনিক যুগের কনসেন্ট্রেশন ক্যাম্প হিসেবে৷ শুধু বসবাসের অযোগ্য স্থান নয়, উইগুরদের নিয়মিত নির্যাতন করা হয় বলেও অভিযোগ রয়েছে৷ যাদেরকে শেষ পর্যন্ত মুক্তি দেয়া হয়, পরিবারের ওপর কড়া নজরদারির কারণে তারা বাকি জীবনও বলতে গেলে বন্দি অবস্থাতেই কাটান৷ জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইসলামিক ইনস্টিটিউটের পরিচালক সুজানে শ্র্যোটার মনে করেন, চীনের কমিউনিস্ট সরকার রাষ্ট্রীয় নীতি গ্রহণে এমন করেই নির্যাতনের পথ বেছে নেয়৷ পড়ুন সাক্ষাৎকার৷ ডয়চে ভেলে: জিনজিয়াং-এ উইগুরদের ওপর নজরদারি ও পুনঃশিক্ষার নামে কেমন নির্যাতন চালানো হয়, তা কেবলই সবাই জানতে শুরু করেছে৷ চীনের এমন নীতিকে আপনি কিভাবে দেখেন? শ্র্যোটার: চীনের সরকার খুবই কর্তৃত্বপরায়ণ এবং বিরোধী মত যে-কোনো উপায়ে দমন করতে চায়৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us