ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন অভিযোগ করবে প্রতিনিধি পরিষদ: ন্যান্সি পেলোসি

ইত্তেফাক প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৯, ২২:১১

মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটিক স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে হাউস অব রিপ্রেজেনটেটিভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন অভিযোগ দায়ের করবে। হাউসের তদন্ত কমিটি ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের শুনানি রিপোর্ট পেশ করার পরদিন বৃহস্পতিবার এ মন্তব্য করলেন ন্যান্সি পেলোসি। খবর বিবিসি’র। এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে উদ্দেশ্য করে পেলোসি বলেন, ‘এটা পরিষ্কার যে, প্রেসিডেন্ট তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর তদন্তের ঘোষণার বিনিময়ে সামরিক সহায়তা এবং ওভাল অফিসের একটি গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করার মাধ্যমে তার রাজনৈতিক স্বার্থ হাসিল করতে ক্ষমতার অপব্যবহার করেছিলেন।’ এর আগে পেলোসি ডেমোক্র্যাটদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে ট্রাম্পের অভিশংসন ইস্যুতে আইনপ্রণেতাদের মতামত জানতে তিনি জিজ্ঞেস করেন, ‘আপনারা সবাই তৈরি’।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us