বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এর অবস্থান দক্ষিণ এশিয়ার ক্রান্তীয় অঞ্চলে ৮৮০ থেকে ৯৩০ পূর্ব দ্রাঘিমা এবং ২০০ থেকে ২৭০ ডিগ্রি উত্তর অক্ষাংশের ভেতরে। এর পূর্বে উত্তর এবং পশ্চিমে ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্বে মিয়ানমার। হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন বিশ্বের অন্যতম বৃহত্তম দুটি নদী গঙ্গা ও ব্রহ্মপুত্রের পানি চীন, নেপাল ও ভারতের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের ওপর দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে এবং অজস্র নদী-নালার ব-দ্বীপ সৃষ্টি করেছে। এ ছাড়া লুসাই পাহাড় থেকে উৎপন্ন বরাক নদীর পানিও বাংলাদেশের ওপর দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়।