বাড়াবাড়ির একটা সীমা আছে, বিএনপিপন্থী আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৩
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের শুনানি পিছিয়ে আগামী বৃহস্পতিবার নির্ধারণ করেছেন আপিল বিভাগ। তবে আজই খালেদা জিয়ার জামিন শুনানি করার দাবিতে আদালতে বিএনপির আইনজীবীরা অবস্থান নেন। এ সময় উভয়পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল বেধে যায়। এ সময় বিএনপিপন্থী আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, বাড়াবাড়ির একটা সীমা আছে। আমরা আপিল বিভাগে এমন অবস্থা আগে কখনো দেখিনি। অর্ডার দেওয়া হয়ে গেছে। এজলাসে বসে আদালতের পরিবেশ নষ্ট করবেন না। খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট দাখিল ও…