ইংল্যান্ডের রাজধানী লন্ডনে ইংরেজির পর সবচেয়ে বেশিসংখ্যক মানুষ কথা বলেন বাংলা ভাষায়। সম্প্রতি সিটি লিট নামে একটি ভাষাশিক্ষা প্রতিষ্ঠানের করা জরিপে উঠে এসেছে এ তথ্য। জরিপে দেখা গেছে, লন্ডনে বিদেশি ভাষাভাষী মানুষের মধ্যে বাংলায় কথা বলা মানুষের সংখ্যা ৭১ হাজার ৬০৯, যা কি না বিদেশি ভাষাভাষী মানুষের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে, বাংলার পরই রয়েছে পোলিশ ও তুর্কি ভাষা। জরিপে দেখা গেছে, ৪৮ হাজার ৫৭৫ জন মানুষ পোলিশ ও ৪৫ হাজার ১১৭ জন মানুষ কথা বলেন তুর্কি ভাষায়। লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য, বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্য এবং সবচেয়ে ব্যবহৃত বিদেশি ভাষাগুলো সম্পর্কে জানতে ওই জরিপ করা হয়। জরিপে আরো জানা য