তিন বছরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। তারপরও কেন উন্নয়নের কর্মকাণ্ড দৃশ্যমান হয়নি। আমি চাই দুই টাকার কাজই হোক, সেটি যেনো দৃশ্যমান হয়। এসব কথা বলেন কৃষি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি। সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গত কাল মঙ্গল বার বেলা ৪ টায় আ.লীগ আয়োজিত এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন আমরা চাই আগামী চার বছরে শাল্লায় সামান্য কিছু হলেও উন্নয়ন হোক, যা সাধারণ মানুষের কল্যাণে আসবে। প্রধানমন্ত্রী উন্নয়নকে অত্যন্ত পছন্দ করেন। প্রধানমন্ত্রী জানুক হাওর পাড়ের শাল্লায় আওয়ামী লীগের লোকজন আছে, যারা সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে জানে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়া সেনগুপ্তা। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হকের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিশ্বজিত চৌধুরী নান্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস ছত্তার মিয়া, আওয়ামী লীগ নেতা সোলেমান মিয়া, যুগ্ম সম্পাদক সুবল চন্দ্র দাস, এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।