You have reached your daily news limit

Please log in to continue


৬০ বছর পরও কবরে মৃতদেহ অক্ষত!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাটি কাটার সময় আনুমানিক ৬০ বছরের পুরনো একটি অক্ষত মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। শ্রমিকরা মাটি কাটার সময় কয়েক ফুট নিচেই একটি মৃতদেহ পায়। মৃতদেহটিতে পচন ধরেনি– এমনকি পরনের কাফনের কাপড়ও ছিল একদম ঠিকঠাক। সোমবার দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর হাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে দিনভর স্থানীয় মানুষের মাঝে ব্যাপক আলোচনা হয়। তারা ভাবছেন– এটি কোনো পরহেজগার ব্যক্তির মরদেহ, তাই হয়তো এতে পচন ধরেনি। তবে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এলাকাবাসী জানান, সোমবার অভিরামপুর হাজিপাড়া গ্রামে কয়েকজন শ্রমিক মাটি কাটার সময় মাটির ৩-৪ ফুট নিচে একটি মরদেহ অক্ষত অবস্থায় দেখতে পান। কাফনের কাপড়ও অক্ষত রয়েছে। তবে মরদেহটির পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন