নবীনগরে স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন

মানবজমিন প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আগ্নেয়াস্ত্রের স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তির বিষয়টি সরকার ডিজিটাল পদ্ধতির আওতায় নিয়ে এসেছে। এর ধারাবাহিকতায় রোববার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আগ্নেয়াস্ত্রের স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। এর পূর্বে জেলা প্রশাসক ইব্রাহিমপুর মধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার কেন্দ্র, নারায়ণপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় এনজিও হোপ, নবীনগর পৌরসভা, নবীনগর থানা পরিদর্শন এবং উপজেলার মাদ্রাসাসহ ৫৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময়- উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, পৌরমেয়র অ্যাডভোকেট শিব শঙ্কর দাস, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন, প্রেস ক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, হোপের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোলসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us