অস্ত্র, রক্ত ও অশ্রুর দিনগুলো পেরিয়ে এসে যখন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিল এ অঞ্চলের মানুষ, তখন সশস্ত্র উপদলীয় কোন্দল আবার ভীতিকর অতীতকে ফিরিয়ে আনছে তাদের সামনে। পার্বত্য চট্টগ্রামের অরণ্য-পাহাড়-লোকালয়ে ধ্বনিত হচ্ছে একটাই প্রশ্ন-শান্তি কত দূর? লিখেছেন বিশ্বজিৎ চৌধুরী