এক খাটে সব সুবিধা। আছে ফ্যান, টিভি সেট করার ব্যবস্থা। আছে খাটে ওঠার সিড়ি, আলোকসজ্জার সুযোগ। দু'টি আসবাব, কারুকার্য খচিতও বটে। প্রায় বছর খানেক ধরে বানিয়ে মাগুরায় কাত্যায়নি পূজা উপলক্ষে মেলায় তুলেছেন কুষ্টিয়ার কুমারখালীর কাঠমিস্ত্রী ইয়াসিন মোল্লা। দাম সাড়ে পাঁচ লাখ। তবে, কিনতে চাইলে ইয়াসিন মোল্লা রেখেছেন দরাদরির সুযোগও। সহকর্মী আলিমুজ্জামান উজ্জল মেলায় গিয়ে দেখেছেন পালঙ্ক দু'টি।