চিকিৎসকদের লাঞ্ছিত করার ঘটনায় ব্রাদারকে স্ট্যান্ডরিলিজ, কর্মবিরতি প্রত্যাহার

মানবজমিন প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০০:০০

নার্সেস এসোসিয়েশনের সদস্য কর্তৃক ইন্টার্ন চিকিৎসকসহ সিনিয়র চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত ব্রাদার লিমনকে স্ট্যান্ডরিলিজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইন্টার্নদের টানা ৩ দিন কর্মবিরতি ও আন্দোলনের মুখে গতকাল বেলা ২টায় হাসপাতাল পরিচালক ব্রাদার লিমনকে সিরাজগঞ্জ আধুনিক সদর হাসপাতালে বদলি করান। এরপর থেকে ইন্টার্ন চিকিৎসককে তাদের কাজে যোগ দিয়েছেন। টানা ৩ দিন কর্মবিরতির কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ২ হাজারেরও বেশি চিকিৎসাধীন রোগীকে সেবা দিতে বেগ পেতে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এদিকে গতকাল সকালে ইন্টার্ন চিকিৎসকসহ সিনিয়র চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ করে ইন্টার্ণ চিকিৎসকসহ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তারা ডেন্টাল ইউনিটে তালা লাগিয়ে বিক্ষোভ করতে থাকে। এরপর বেলা ১২টায় একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা হাসপাতাল চত্ত্বর প্রদক্ষিণ শেষে হাসপাতাল পরিচালকের কার্যালয় ঘেরাও করে এবং পরিচালকের সাথে বৈঠক করে। হাসপাতাল পরিচালক অভিযুক্তের শাস্তি নিশ্চিতে এক ঘণ্টা সময় চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্রাদার লিমনের বদলি করানোর ব্যবস্থা করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us