'মানবকল্যানহীন জ্ঞান কখনো প্রকৃত জ্ঞান হতে পারে না'

মানবজমিন প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ০০:০০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, সকল অন্ধকার-কুসংস্কার দূর করে মানবতার মুক্তির জন্য ব্যয়িত জ্ঞানই প্রকৃত জ্ঞান। মানবকল্যানে যে জ্ঞান কাজে লাগেনা তা কখনো প্রকৃত জ্ঞান হতে পারে না। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের এ কে খান আইন অনুষদ মিলনায়তনে শিক্ষক সমিতির উদ্যাগে আয়োজিত নবাগত ও বিদায়ী শিক্ষকদের সম্মাননা-সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড.এম আবদুল গফুর, পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড.প্রসাদ পাল, সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর ড. লিয়াকত আলী, গণিত বিভাগের প্রফেসর ড. গণেশ চদ্র রায় এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সিদ্দিক আহমদ চৌধুরী। নবাগত শিক্ষকদের শুভেচ্ছা ও বিদায়ী শিক্ষকদের অভিনন্দন জানিয়ে ড. শিরীণ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সম্মানিত শিক্ষক-গবেষকবৃন্দ তাঁদের শিক্ষা ও গবেষণা কর্মের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে জ্ঞান-গবেষণায় সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে চলছেন। এই গবেষণা কর্ম একদিকে যেমন বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করেছে অন্যদিকে জাতিকে দিয়েছে সঠিক পথের দিশা। চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন দর্শন বিভাগের প্রভাষক নাসরিন আক্তার, রসায়ন বিভাগের প্রভাষক আরিফুল ইসলাম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us