শখের বাহন দেব না হারাতে—এমন চিন্তা প্রত্যেক গাড়িমালিকের। প্রিয় গাড়িটি কোথায় কী অবস্থায় আছে, গাড়িটির অপব্যবহার হচ্ছে কি না, গাড়ির জ্বালানি বা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের অপব্যবহার হচ্ছে কি না, এমন আশঙ্কায় ভুগতে হয় অনেককে; বিশেষ করে যাঁরা গাড়ির জন্য চালক নিয়োগ দেন। গাড়ির ওপর নজরদারি এই যুগে তেমন কঠিন বিষয় নয়, যদি আপনার গাড়িতে একটি জিপিএস ট্র্যাকার লাগানো থাকে।
জিপিএস ট্র্যাকার...