রিক্রুটিং এজেন্সির প্রতারণা, আলজেরিয়ায় দুর্বিসহ দিন কাটাচ্ছেন ৪২ বাংলাদেশি
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ০৬:১৭
মানবজমিন : মানবপাচার চক্র স্পেনের কথা বলে বাংলাদেশি যুবকদের পাঠিয়ে দিচ্ছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায়। ওই চক্র আলজেরিয়াকে ট্রানজিট বলছে। তারা বলছে সেখান থেকে তারা যাবে মরক্কো। এরপর মরক্কো হয়ে স্পেন। সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি তাদের এমনটাই বলছে। এমনকি ট্রেনিং সেন্টারগুলোতেও তাদের একই কথা বলা হচ্ছে। দালালচক্রের এই বক্তব্য বিশ্বাস করাতে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির অফিসে রাখা …