বেলা গড়াতে আক্রান্ত হলেন তিনি নিজেই। চড়-থাপ্পড় কষিয়ে, এক লাথি মেরে জয়প্রকাশকে ফেলে দেওয়া হল রাস্তার পাশের ঝোপে। প্রহৃত প্রার্থী পরে বললেন, ‘‘মার খেয়ে আমার মনোবল বেড়ে গিয়েছে।’’