You have reached your daily news limit

Please log in to continue


সাতছড়িতে এত গোলাবারুদ কোথা থেকে আসে?

গোলাবারুদ ধ্বংসের আওয়াজে কেঁপে কেঁপে উঠছিল পুরো বনাঞ্চল। আশপাশের মানুষের মনে তো ছিলই, আতঙ্কে ছোটাছুটি করছিল বনের পশুরাও। বিকট শব্দে আকাশে উড়ে যাচ্ছিল আশ্রয়হীন নানা রকমের পাখি। গতকাল দুপুরে হবিগঞ্জের সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল একে একে ১৩টি আরপিজি গোলার বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে। গত শনিবার সাতছড়ি উদ্যানের ভেতর থেকে এই গোলা উদ্ধার করা হয়েছিল। হবিগঞ্জ আমলি আদালতের অনুমোদনের ভিত্তিতে এগুলো ধ্বংস করা হয়। দিনভর চলে তাঁদের এ কার্যক্রম। এ সময় এলাকার মানুষ নানা কৌতূহল নিয়ে ধ্বংসস্থল এলাকায় ভিড় করে। তবে সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা কাউকে কাছে ভিড়তে দেননি। পুরো এলাকা ছিল নিরাপত্তাবেষ্টনীতে ঘেরা। তখন উপস্থিত সব মানুষের একটিই প্রশ্ন ছিল, এত এত গোলাবারুদ ও অস্ত্র সাতছড়িতে আসে কোথা থেকে? ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, ১টি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান, ১টি বেটাগান, ৬টি এসএলআর, ১টি অটো রাইফেল, ৫টি মেশিনগানের অতিরিক্ত খালি ব্যারেল ও প্রায় ১৬ হাজার গুলিসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন