বিশুদ্ধ পানির মতোই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর বাতাস

ইত্তেফাক প্রকৌশলী গাজী নাসিমুর রেজা প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯, ০৯:৩৭

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশের তালিকায় চীন ও ভারতের পরে বাংলাদেশের অবস্থান। অন্যদিকে বড়ো শহরগুলোর মধ্যে দূষণের দিক দিয়ে বিশ্বে রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। ইন্টারন্যাশনাল গ্লোবাল বার্ডেন ডিজিজ প্রজেক্টের প্রতিবেদনের মতে—বিশ্বে মানুষের মৃত্যুর ক্ষেত্রে বায়ুদূষণকে চার নম্বরে দেখানো হয়েছে। আমেরিকা ও ইউরোপের বিভিন্ন হাসপাতালে বায়ু সংক্রামিত রোগের কারণে ১ দশমিক ৪ লাখ লোক মৃত্যুবরণ করে থাকে। পরিসংখ্যানে দেখা যায়, পৃথিবীতে ৪২ লাখ লোক মারা যায় বহিঃ বায়ুদূষণের কারণে, ৩৮ লাখ মারা যায় চুল্লির বায়ুদূষণের কারণে এবং সমগ্র পৃথিবীর ৯১ শতাংশ লোক দূষিত বায়ুর মধ্যে বসবাস করে। ভারতের এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—ভারতের রাজধানী দিল্লিতে সাম্প্রতিককালে প্রায় ২২ লাখ লোক বায়ুদূষণের কারণে ফুসফুস রোগে আক্রান্ত। যার শতকরা ৫০ ভাগ শিশু। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, কার্যকরী ও জনসচেতনতা না বাড়ালে অদূর ভবিষ্যতে ভয়াবহ বায়ুদূষণে পড়বে বাংলাদেশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us