বারোমাসি অভাবী পরিবারের সন্তান মালা। শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি। দিশেহারা পরিবার। অথচ মালার চোখে খেলা করে আমবাগানে ঢিল ছোড়া, পাখির বাসা খোঁজা, গাঁয়ের পথে অবাধ দৌড়, জলে ঝাঁপাঝাঁপি আর স্কুলের দুরন্ত শৈশব। উড়োজাহাজের শব্দ তাকে খুব টানে। পাখির মতো উড়তে চায় মন। জীবনের আলো নিভে যাওয়ার আগে মালার শেষ ইচ্ছা পূরণে ব্যস্ত মা-বাবা। সব চেষ্টা যখন ব্যর্থ, তখন মালার অসুখের খবর ভাইরাল হয় ফেসবুকে। এগিয়ে আসে মানুষ। কণ্ঠে সুর তোলেÑ ‘মানুষ মানুষের জন্য’। জোগাড় হয় চিকিৎসার টাকা। কিন্তু শেষ পর্যন্ত…