গোলাপি বলেও দারুণ করবে বাংলাদেশ’

মানবজমিন প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

টি-টোয়েন্টির উত্তেজনা শেষ। তৃতীয় ও শেষ ম্যাচে হেরে ইতিহাস গড়া হয়নি বাংলাদেশ দলের। তবে ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সবার মন জয় করেছে টাইগাররা। আর টেস্টেও মুমিনুল হক সৌরভের বাংলাদেশ ভারতের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে বলে মনে করেন সাবেক ভারতীয় ক্রিকেটাররা। বিশেষ করে এই সিরিজে ধারাভাষ্য দিতে আসা হরভজন সিং ও পেসার ইরফান পাঠান টাইগারদের পারফরম্যান্সে মুগ্ধ। আগামীকাল ইন্দোরে সিরিজে প্রথম টেস্টে মাঠে নামছে ভারত-বাংলাদেশ। এরপর ২২শে নভেম্বর ইডেন গার্ডেন্সে সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে গোলাপি বলে, দুদলই প্রথমবার খেলবে দিবারাত্রির টেস্টে। ম্যাচটি তাই সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। হরভজন-ইরফান মনে করেন, গোলাপি বলেও বাংলাদেশ দল ভারতের ভয়ের কারণ হবে। নাগপুরের বিদর্ভ স্টেডিয়ামে দৈনিক মানবজমিনকে দেয়া ইরফান-হরভজনের সাক্ষাতকারের মূল অংশ তুলে ধরা হলো-প্রশ্ন: গোলাপি বলের টেস্ট নিয়ে আপনার প্রত্যাশা কি? হরভজন সিং: আমি মনে করি দারুণ একটি উদ্যোগ নিয়েছেন সৌরভ গাঙ্গুলি। আমাদের ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি। দিবারাত্রির টেস্ট খেলা পাওনা হয়ে গেয়েছিল ভারতের। এর চেয়ে ভালো মুহূর্ত আর কী হতে পারে! এ টেস্ট ভারত ও বাংলাদেশ দল খেলবে ইডেন গার্ডেনে। যে মাঠকে আমি মনে করি ভারতীয় ক্রিকেটের তীর্থস্থান। আমি অভিনন্দন জানাই দুই বোর্ডের সভাপতিকে। যারা অসাধারণ এই উদ্যোগকে বাস্তব রূপ দিচ্ছেন। আশা করি, আমরা সবাই টেস্টটা উপভোগ করব। সবাই ইতিহাসের সাক্ষী হতে চলেছি। প্রশ্ন: টেস্ট সিরিজে বাংলাদেশ দলের সম্ভাবনা কতটুকু?হরভজন: আমার মনে হয় তারা (বাংলাদেশ) বিশ্বাস করে যে কোনো দলকে হারাতে পারে। এটাই দলটির সৌন্দর্য। আমার মনে তারা প্রচণ্ড আত্মবিশ্বাসী ও শক্ত মনোবলের ক্রিকেটার। তারা বিশ্বাস করে তারা কারো চেয়ে কম নয়। আমরাও বিশ্বাস করি তারা সেই ধারা অব্যাহত রেখে গৌরব নিয়েই দেশে ফিরে যাবে। প্রশ্ন: বাংলাদেশ দলকে মূল্যায়ন করবেন কীভাবে?হরভজন সিং: আমি দেখছি পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ দল অবনতি দিকে যাচ্ছে। কিন্তু আমার ভালো লাগছে যে এর মধ্যে বাংলাদেশ দল দারুণভাবে উপরের দিকে উঠে এসেছে। দেখতে ভালো লাগছে, বাংলাদেশ দল উন্নতি করছে। প্রশংসা করতে হয় বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের। তারা দারুণ খেলছে। মুশফিকুর রহীম দুর্দান্ত ব্যাটিং করেছে। সাকিব আল হাসান, তাদের একজন দলনেতা। (এ সিরিজে নেই) তাদের ক্রিকেটে অনেক বড় নাম। বাংলাদেশের ক্রিকেট যে এগোচ্ছে, এটা ভালো লাগার মতোই একটা বিষয়। এটি বড় টুর্নামেন্টের জন্য ভালো। প্রশ্ন: গোলাপি বলের টেস্ট দুই দলের জন্য কতোটা চ্যালেঞ্জের?ইরফান পাঠান: দুই দলের জন্যই গোলাপি বলে লড়াই নতুন চ্যালেঞ্জ। আমার মনে হয় সবার জন্যই সমান উত্তেজনা ও চ্যালেঞ্জের হবে।প্রশ্ন: টেস্ট সিরিজে বাংলাদেশের কতটা সম্ভাবনা দেখছেন?ইরফান পাঠান: আমার মনে হয় তারা (বাংলাদেশ) দারুণ খেলবে। কারণ তারা এখন অনেক ভালো খেলে।প্রশ্ন: টি-টোয়েন্টি বাংলাদেশের পারফরম্যান্স মূল্যায়ন করবেন কীভাবে?ইরফান পাঠান: এ সিরিজে তারা যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তা দেখে আমি খুবই খুশি। আমরা এমনই সিরিজই দেখতে চাই। আর বাংলাদেশও সেটা করতে পেরেছে। শেষ পর্যন্ত সিরিজটা জিতেছে ভারত। সেটি আরও বেশি ভালো লাগছে। তবে এটাও ভালো লাগছে যে বাংলাদেশ ঠিক পথেই এগোচ্ছে। তাদের সাকিব আল হাসান, তামিম ইকবাল ছিল না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us