পুলওয়ামা হামলাকে কেন্দ্র করে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে এ ঘটনা ঘটে। এনডিটিভি জানায়, ২৭ ফেব্রুয়ারির এই ঘটনাকে একটি ‘বড় ভুল’ বলে স্বীকার করে নিল ভারতের কেন্দ্রীয় সরকার। বুধবার লোকসভায় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক বলেন, সেই সময় পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাতে ভুল করে ওই হেলিকপ্টারকে ভূপাতিত করা হয়।