পেঁয়াজ নিয়ে সংবাদপত্রে তোলপাড়। ভাবা যায়, পেঁয়াজ নিয়ে এক দিনের প্রতিটি সংবাদপত্রের গুরুত্বপূর্ণ প্রথম পাতাটিতে মোটা মোটা হরফে (কোনোটিতে সচিত্র) সরস-বিরস নানা ব্যঞ্জনায় শিরোনাম (গত শুক্রবার ১৫.১১.২০১৯)। কয়েকটি উদ্ধার করা অপরিহার্য বিবেচনা করছি : ‘২২০ টাকায় উঠে কাঁদাচ্ছে পেঁয়াজ’, ‘আশ্বাস উড়িয়ে পেঁয়াজের কেজি এখন ২০০ টাকা’, ‘পেঁয়াজের ডাবল সেঞ্চুরি’/ঝাঁজে উত্তপ্ত সংসদ’, ‘পেঁয়াজের ডাবল সেঞ্চুরি’/‘পাইকারি বাজারে উধাও, খাতুনগঞ্জে বিক্রি বন্ধ’/‘এক দিনেই বেড়েছে ৫০-৬০ টাকা’/‘সরকারের সব উদ্যোগ ব্যর্থ’, ‘লাগামহীন ডাবল সেঞ্চুরি’/‘এত সরবরাহ গেল কোথায়’, ‘পেঁয়াজ ২৩০ নট আউট’/‘সংসদেও ঝাঁজ’, ‘পেঁয়াজের ঝাঁজে উত্তপ্ত সংসদ’/‘বাজারে সক্রিয় সিন্ডিকেট, পেঁয়াজের ডাবল সেঞ্চুরি!’/‘পেঁয়াজে নাভিশ্বাস’ ইত্যাদি।