সার্ফিং নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ন ডরাই। কলকাতার শ্যামল সেনগুপ্তের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। সম্প্রতি ন ডরাই জমা পড়েছে সেন্সর বোর্ডে। আর চলচ্চিত্রটি দেখেছেন বোর্ডের সদস্যরা। ন ডরাই দেখার পর এর প্রশংসা করলেও বেশকিছু জায়গায় সংলাপের বিষয়ে আপত্তি জানিয়েছেন তারা। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর বলেন, ন ডরাই ছবির গল্পটি ভালো হয়েছে। ছবিটি নির্মিত হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। তাই কিছু জায়গায় আমাদের কিছু আপত্তি রয়েছে। ছবিতে চট্টগ্রামের ভাষায় এমন কিছু সংলাপ ব্যবহার…