You have reached your daily news limit

Please log in to continue


গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সি.বি. জামান

ঢাকাই চলচ্চিত্রের প্রবীণ চলচ্চিত্র পরিচালক সি. বি. জামান গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর নিয়ে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পান্থপথে এক আত্মীয়র বাসায় অসুস্থ হয়ে পড়েন সি. বি. জামান। এর পর দ্রুত রাজধানীর শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে উচ্চ রক্তচাপ ও লো সুগার থাকার কারণে তাকে স্ট্রোক সেন্টারে ভর্তি করা হয়। বর্তমানে ডা. ব্রিগেডিয়ার. জেনারেল এ. বি. এম. সাইদ হোসেন (অব.) ও ডা. লে. কর্নেল গোলাম কাওনাইনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সি. বি. জামানের পুত্র ফরহাদ সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, ১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত সরাসরি চলচ্চিত্র পরিচালনার সঙ্গে যুক্ত থেকে ‘ঝড়ের পাখি’, ‘উজান ভাটি’, ‘পুরস্কার’, ‘কুসুম কলি’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমা নির্মাণ করেন। ৩০ বছরের বিরতি কাটিয়ে কিছুদিন আগে ‘অ্যাডভোকেট সুরাজ’ নামে নতুন চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন তিনি। যে চলচ্চিত্রে বলিউডের পূজা চোপড়াসহ দেশের জনপ্রিয় শিল্পী-কলাকুশলীরা কাজ করবেন বলে জানা গেছে। এ ছবির নায়ক শামস বলেন, স্যার এখন খুবই গুরুতর অসুস্থ। সকলে দোয়া করবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন