সম্প্রতি পেঁয়াজ নিয়ে তুলকালাম কাণ্ড হয়ে গেল। আমরা দেখতে পেলাম চট্টগ্রামে এক দোকানদার নিজের দোকানে পেঁয়াজের মূল্যতালিকা টানিয়ে দিয়েছেন। সেই মূল্যতালিকায় হিসাবটা করা হয়েছে এক হালি পেঁয়াজ ২০ টাকা। তার অর্থ দাঁড়াচ্ছে এই, প্রায় ২০টি পেঁয়াজের ওজন যদি এক কেজি হয়, তাহলে এক কেজি পেঁয়াজের দাম ৪০০ টাকা হতে পারে। অবশ্য তখন দেখা যাচ্ছিল যে বাজারে ২৫০ থেকে ৩০০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে।