‘মজার ভুলে’ বিরাট শাস্তি

মানবজমিন প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

এমিলি স্মিথ, অস্ট্রেলিয়ান নারী উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এবারের নারী বিগ ব্যাশ লীগে (বিবিএল) খেলছেন হোবার্ট হারিকেনের হয়ে। ২রা নভেম্বর হোবার্ট মুখোমুখি হয় সিডনি থান্ডারের। খেলা শুরুর এক ঘণ্টা আগে মজা করে নিজের ইন্সটাগ্রামে হোবার্টের একাদশ দেয় স্মিথ। এমন কাণ্ডে এক বছরের নিষেধাজ্ঞা পেলেন এই নারী ক্রিকেটার। এর মধ্যে ৯ মাসের স্থগিতাদেশ। তিন মাস পরে মাঠে ফিরতে পারবেন এই ক্রিকেটার। মজার বিষয় হলো, বার্নিতে অনুষ্ঠিত সেই ম্যাচটি বৃষ্টির জন্য পণ্ড হয়ে যায়। অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী আলিষ্টার নিকোলসন বলেন, ‘এটা স্মিথের নিছক মজার ভুল। কিন্তু বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আপনি দলের ভেতরকার কোনো খবর বাইরে দিতে পারবেন না। আর মজা করে দিলেও কিন্তু সেটি দুর্নীতি দমন ইউনিটের আর্টিকেল ২.৩.২ লঙ্ঘন করে। আর সেজন্য আমরা তাকে শাস্তি দিয়েছি। সাধারণত খেলা চলাকালে খেলোয়াড়দের কাছে মোবাইল থাকে না। আর সেদিন ভারী বৃষ্টিপাত হওয়াতে তারা ড্রেসিংরুমে মোবাইল চালাচ্ছিলেন। স্মিথ তাসমানিয়া, পার্থ ও হোবার্টের হয়ে ৪৫ টি বিবিএল ম্যাচে অংশ নিয়েছেন। এছাড়াও ইংল্যান্ডের এসেক্স ঈগলের হয়েও খেলেছেন এই অস্ট্রেলিয়ান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us