সূরা আত-ত্বীনের প্রথম শব্দ ত্বীন অনুসারে সূরাটির নামকরণ হয়। ত্বীনের বাংলা অর্থ আঞ্জীর, যা এক ধরনের ডুমুর ফল। মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ায় এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ অর্থকরি ফসল।