উনিশ শতকের শুরু থেকে কী ভাবে ভারতীয় তথা বাঙালি পোশাক পরিবর্তনের পথে হেঁটে পা ফেলেছিল ঠাকুরবাড়ির অন্দরমহলে, সেই যাত্রাপথ-ই তুলে ধরা হয়েছিল সেই সুন্দর সন্ধ্যায়। বিশেষ গুরুত্ব পেয়েছে মুঘল প্রভাব ও মসলিনের স্পর্শ।