পাকুন্দিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মানবজমিন প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯, ০০:০০

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবি ২০১৯-২০ এবং পরবর্তী খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা বিভিন্ন এলাকার এক হাজার ৪০ জন কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোশারফ হোসেনের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, পৌরসভার মেয়র মো. আক্তারুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপন, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল আউয়াল ও সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামিন। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us