সম্পদ করের প্রয়োজনীয়তা এবং চলমান বিতর্ক

বণিক বার্তা মাইকেল স্পেন্স প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯, ০১:৩৫

সম্পদের ওপর কর আরোপের প্রস্তাব নতুন নয়; যুক্তরাষ্ট্রে এখন তা আবার জন-আলোচনায় নতুন করে গুরুত্ব পাচ্ছে। স্থিতভাবে বেড়ে চলা আয় ও সম্পদবৈষম্যের কারণে সামনে আসছে সামাজিক ও নৈতিক নানা উদ্বেগ। এমন নয় যে সম্পদ-আয়বৈষম্য শুধু নিম্ন আয়ের মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করছে, এমনকি এটি সম্পদবানদের একটি ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যেও অসন্তোষ সৃষ্টি করছে। অবনতিশীল সামাজিক গতিশীলতার পাশাপাশি এ প্রবণতা রাজনৈতিক মেরুকরণে ভূমিকা রাখছে, যা প্রকারান্তরে দুর্বল ও ভ্রমাত্মক নীতি পছন্দের মতো নেতিবাচক জনবিরোধী পরিস্থিতি সংঘটনে সহায়তা করছে। ইতিহাসের অভিজ্ঞতা থেকে আমরা জানি, বর্ধিষ্ণু অসমতা ও তীব্রতর হওয়া সামাজিক ও রাজনৈতিক মেরুকরণ নাটকীয় বিভিন্ন সহিংস ঘটনা (পরিণাম) ঘটাতে পারে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us