বগুড়ায় ৯ মুদ্রা প্রতারক গ্রেপ্তার

মানবজমিন প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯, ০০:০০

বগুড়ায় মুদ্রা প্রতারক চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে সাতান্নটি প্রাচীন ধাতব মুদ্রা ও তিনটি নকল ধাতব মেটাল উদ্ধার করা হয়েছে।  জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ প্রথমে মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া সদর থানার লতিফপুর কলোনী মৃত আলিম উদ্দিনের ছেলে আজিজার রহমান (৫৫), শিবগঞ্জ উপজেলার সারদীঘি গ্রামের মৃত দারাজ আলীর ছেলে রুহুল আমিন (৫২) এবং গাবতলী উপজেলার তরফশ্বরতাজ গ্রামের ছবেদ আলীর ছেলে আবু নাছেরকে বগুড়া শহরের মোহাম্মদ আলী হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি ধাতব মেটাল উদ্ধার করা হয়। এরপর তাদের দেয়া তথ্যে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গাবতলী উপজেলার পদ্মপাড়া থেকে শিবগঞ্জ উপজেলার নুরশিয়ালী গ্রামের নবাব আলীর ছেলে জহুরুল ইসলাম (৪০), একই উপজেলার সৈয়দপুর ভাটরা গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৫০) আরো দুটি নকল ধাতব মেটাল ও ৫৭টি প্রাচীন মুদ্রাসহ গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতারক চক্রের অন্যতম সদস্য জয়পুরহাট জেলার কালাই থানার বামনগ্রামের ছবির আলীর ছেলে বাছেদ আলী (৩৮), গাবতলীর পদ্মপাড়া গ্রামের মৃত সাইফুল ্‌ইসলামের ছেলে রোকনুদ্দিন (৫০), বগুড়া সদরের শহরদীঘি গ্রামের সমজান আলী প্রাংয়ের ছেলে লিটন প্রাং (৩৫) এবং শাজাহানপুর উপজেলার জোড়ামালা গ্রামের নেছার উদ্দিনের ছেলে গোলাম রব্বানীকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us