You have reached your daily news limit

Please log in to continue


অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত হাসানের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও ভর্তি হতে পারছে না কুড়িগ্রামের চিলমারী উপজেলার মেধাবী শিক্ষার্থী আবু হাসান। অদম্য মেধাবী এই শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটে ৪২তম অবস্থানে থেকেও তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে।আবু হাসান কনান মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উলিপুর এমএস কলেজে ভর্তি হয়। অভাবের মধ্যেই এইচএসসি পাশ করেন সে। জন্মের পর মাকে ছেড়ে দিয়ে চলে যায় তার বাবা। পরে ছেলে আবু হাসানকে নিয়ে মা হাছনা বেগম চলে আসেন নানার বাড়িতে। হাসনা বেগম অন্যের বাড়িতে কাজ করে অনেক কষ্টে তাকে লালন পালন করে। কিন্তু আর্থিক সংকটে তার লেখাপড়া চালানো কষ্টকর হয়ে পড়ে। এরপর তার মা চলে যায় ঢাকায়। ঢাকায় অন্যের বাসায় ঝিয়ের কাজ করে যে সামান্য আয় হয় তা দিয়েই চলে ছেলে আবু হাসানের লেখাপড়া। কিন্তু এখন অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। এ নিয়ে আবু হাসানের মা হতাশায় ভুগছেন। এ অবস্থায় মেধাবী শিক্ষার্থীর পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের অনুরোধ জানিয়েছেন তার মা।যোগাযোগ- ০১৭৮০-৭১১৬৫৬।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন