হাসপাতালে ভর্তি লতা মঙ্গেশকর

মানবজমিন প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

ভারতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার মধ্যরাতে তার প্রবল শ্বাসকষ্ট শুরু হলে তাকে মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তাকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। গতকাল দুপুরেই বোন আশা ভোঁসলে হাসপাতালে দিদিকে দেখতে গিয়েছিলেন। বিকেলে পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, লতা দিদি চেস্ট ইনফেকশনে ভুগছেন। তাকে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছি। সুর সম্রাজ্ঞীর ভাইঝি রচনা শাহ বলেছেন, লতা পিসি দ্রুত উন্নতির পথে। তার জন্য যারা উদ্বেগ প্রকাশ করেছেন তাদের আমরা ধন্যবাদ জানাই। পরে আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, বয়সের কথা চিন্তা করে এবং সংক্রমণ যাতে বাড়তে না পারে সেজন্য সময়মতো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার প্রযোজনেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক সময় সংবাদমাধ্যম সূত্রে বলা হয়েছিল, তার অবস্থা বেশ সংকটজনক। শ্বাসকষ্টের পাশাপাশি লতা মঙ্গেশকরের নিউমোনিয়া এবং হৃদযন্ত্রেও গোলমাল ধরা পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল। তবে পরিবারের পক্ষ থেকে লতাজিকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার কোনো কথা না জানানো হলেও সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সুরসম্রাজ্ঞী বাড়ি ফিরে গিয়েছেন। ফলে বিভ্রান্তি তৈরি হয়। হাসপাতাল থেকেও গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো বিবৃতি প্রচার করা হয়নি। গত ২৮শে সেপ্টেম্বর্ব সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৯০ বছরে পা দিয়েছেন। এক হাজারেরও বেশি হিন্দি সিনেমার গান গেয়েছেন তিনি। হিন্দির পাশাপাশি বাংলাসহ ৩৬টি আঞ্চলিক ভাষাতেও লতা মঙ্গেশকর অসংখ্য গান গেয়েছেন। সর্বাধিক গান গাওয়ার জন্য গিনেজ রেকর্ডস বুকেও তার নাম উঠেছে। ২০০১ সালে তাকে সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন দেয়া হয়েছে। এর আগে তিনি পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার সহ অসংখ্য পুরস্কার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us